২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বদরখালী টু মাতারবাড়ী সিএনজি ভাড়া নিয়ে নৈরাজ্য ব্যবস্থার দাবি এলাকাবাসীর


মহেশখালী সেতুর পূর্বপাড়ের বদরখালী ফেরীঘাট টু মাতারবাড়ী সড়কে যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করছে সিএনজি চালকরা বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ভাড়ার তালিকা টাঙ্গিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য মাতারবাড়ীর চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাষ্টার মোঃ উল্লাহ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানিয় মেম্বার জাদেুল ইসলাম চৌধুরী ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ছালেসহ অনেকে। ভাড়া নিয়ে যাত্রী ও গাড়ী চালক-শ্রমিকদের মধ্যে চলছে বখাযখা, হাতাহাতি ও রক্তপাতের ঘটনা। ফলে নিরহ যাত্রী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ও হতাশা। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার সিএনজি অটো রিক্সা বন্ধ থাকার ঘোষনা দেয় সরকারের পক্ষ থেকে। সে সুবাধে গাড়ী গুলি গ্রামীণ সড়কে ঢুকে পড়ে।
মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব উদ্দিন তার পেইজবুকের আইডিতে একটি স্ট্যাটাসে লিখেছেন মাতারবাড়ী টু বদরখালী জনপ্রতি সিএনজি ভাড়া আগে নেওয়া হত ৩০ টাকা কিন্তু এখন নেওয়া হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা! অথচ চারগুণ দূরত্বের বদরখালী টু চকরিয়ার ভাড়া ৪০ টাকা! দূরত্ব অনুযায়ী মাতারবাড়ী টু বদরখালী জনপ্রতি ভাড়া হওয়া প্রয়োজন ১০/১৫ টাকা। ভাঙ্গা রাস্তার দোহায় দিয়ে ১০ টাকা বেশি নিলে প্রশ্নই উঠত না। কিন্তু ৬০টাকা! খুব বেশি হয়ে গেল না? আমার-আপনার হয়তো ৬০ টাকা কোন ব্যাপার না, ুিকন্তু একজন গরিব দুঃখি মেহনতি মানুষের কাছে ১০ টাকা অনেক কিছু। নির্দিষ্ট একটি ভাড়া তালিকা ইউনিয়ন কতৃক প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার জোর দাবী জানাচ্ছি। বদরখালী থেকে চকরিয়া ১৭ কিলোমটিার রাস্তার ভাড়া যদি ৪০ টাকা হই, তা হলে বদরখালী থেকে মাতারবাড়ী ৫ কিলোমিটার সড়কের সিএনজি ভাড়া ৪০ টাকা কেন? তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পোষ্টটি দিলে তার লেখাটি অনেকে পড়ে শিয়ার ও মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজবুকে আলোচনা ঝড় উঠে দিগুণ ভাড়া নিয়ে। মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ ইয়াকুব আলী অভিযোগ করে বলেন সূর্য অস্ত গেলে সন্ধ্য নামলেই এরই জের ধরে নানা অজুহাত দেখিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় শুরু করছে সিএনজি গাড়ী চালকরা অথচ বদরখালী থেকে চকরিয়া ১৭ কিলোমিটার সড়কে ৪০ টাকা নিলে মাতারবাড়ী ৫ কি: মি: সড়কে ৪০ টাকা টাকা কেন দেশে কি মগের মল্কুক চলতেছে নাকি। মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম ছমি উদ্দিন ও সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন রাজনৈতিকবিদ এস,এম আবু হায়দার বলেন, উপজেলা প্রশাসন আন্তরিক হয়ে নিদিষ্ট একটি ভাড়া তালিকা যেন নির্ধারন করেন। তা না হলে মাতারবাড়ীর ৭০ হাজার জনগণ ফুঁসে উঠবে।
সরেজমিনে পরির্দশন ও প্রাপ্ত তথ্য জানা যায়, যাত্রী সাধারণের কাছ থেকে কয়েকদিন ধরে প্রায় সব গাড়ি চালকরা সরকারের নির্ধারিত হারের চেয়েও বেশি দরে ভাড়া আদায় করে আসছেন। গাড়িতে যাত্রী উটার আগেই হেলাপারের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অঘোষিতভাবে বদরখালী ফেরীঘাট হইতে মাতারবাড়ী ৪০ টাকা। এমনকি বদরখালী হইতে ধারাখাল ব্রীজে নামলে পুরো অংকে যাত্রীদের কাছ থেকে কেটে রাখে ড্রাইবার। যাত্রী সাধারণের কাছ থেকে পূর্ব নির্ধারিত হারের চেয়েও ২ গুণ বেশি টাকা ভাড়া দাবীও আদায় করছেন গাড়ি চালকরা। রাতদিন অসহায় যাত্রী সাধারণকে লাগামহীন গাড়ী চালকরা যত্রতত্র জিম্মি ও শোষন করতে আরম্ভ করেছেন বলে অভিযোগ তুলে এর প্রতিকার চেয়েছেন ভুক্তভোগিরা। এ দিকে মাত্রাতিরিক্ত হারে ভাড়া আদায়ের ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে বদরখালীসহ উপজেলার বিভিন্ন স্পটে অসহায় যাত্রী সাধারণ গাড়ি চালকদের হাতে নাজেহাল, দূর্ব্যবহার ও শোষনের শিকার হওয়ার ঘটনা ঘটিয়েছেন। বিশেষ করে রাতে বেলার অজুহাত দেখিয়ে গলাকাটা বাণিজ্য নেমে পড়েছেন গাড়ি চালকরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের পোষ্টকৃত স্ট্যাটাচ’টি স্থানিয় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাষ্টার মোঃ উল্লাহ’র সু-নজরে আসলে তিনি এ বিষয়ে গত ২৮ নভেম্বর মহেশখালী উপজেলা মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভায় বদরখালী থেকে মাতারবাড়ী পর্যন্ত ৪০ টাকা হারে গাড়ী ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে তা নিয়ন্ত্রণ করে কমিয়ে আনার দাবি তুলেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক এ প্রতিবেদককে বলেন, ভাড়া কমিয়ে আনার ব্যাপারে শিঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এবং চেয়ারম্যান মোঃ উল্লাহকে এ ব্যাপারে আশ্বস্থ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।