২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শিক্ষা প্রকৌশল বিভাগের দুই কোটি টাকা অর্থায়নে নির্মিত

বদরখালী ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করলেন হাজি ইলিয়াছ এমপি

এম.জিয়াবুল হক,(চকরিয়া): শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ।
কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশের। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নিবাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন সিরাজুল ইসলাম আজাদ, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন আসমাউল হুসনা, জেলা পরিষদের সদস্য রেহেনা খানম রাহু, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন খাইরুল বশর। অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বদরখালী মাদরাসার শিক্ষক মাস্টার সাহাব উদ্দিন, এমপির সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আমি চকরিয়া-পেকুয়া উপজেলার সার্বিক উন্নয়নে সাধ্য মতো কাজ করে যাচ্ছি। সরকারের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দুই উপজেলার প্রতিটি জনপদকে ঢেলে সাজানোর চেষ্ঠা করা হচ্ছে। জনগনের কল্যানে সব ধরণের পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করা হচ্ছে। তিনি বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি দুই উপজেলায় শিক্ষার ব্যাপক প্রসারে অধিক গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে প্রায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অবকাঠামোগত ও আর্থিকভাবে সহযোগিতা দেয়া হয়েছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে দুই কোটি টাকা বরাদ্দে বদরখালী কলেজে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।
হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, চকরিয়া উপজেলার তিনটি কলেজে ইতোমধ্যে অর্নাস র্কোস চালু করা হয়েছে। যাতে গ্রামের দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা ঘরে বসবাস করে উন্নতমানের শিক্ষা গ্রহন করতে পারে। আগামীতেও শিক্ষার অগ্রগতিতে তাঁর প্রচেষ্ঠা অব্যাহত থাকবে বলে ঘোষনা দেন এমপি ইলিয়াছ। পরে কলেজের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।