আমার দেশ, দিগন্ত টেলিভিশনসহ সব বন্ধ মিডিয়া খুলে দেয়া, নবম ওয়েজ বোর্ড অবিলম্বে গঠন এবং সাগর রুণীসহ সব সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ঘোষিত কর্মসূচির আলোকে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের মানববন্ধন ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
জেইউসি‘র ভারপ্রাপ্ত সভাপতি জিএএম আশেকউল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীন সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, নুরুল ইসলাম হেলালী, ইকরাম চৌধুরী টিপু প্রমুখ।
বক্তারা বলেন, কোনো দলীয় ওয়েজবোর্ড সাংবাদিক সমাজ মেনে নিবে না। সকল সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ওয়েজবোর্ড গঠন করতে হবে। আর রেজিস্টার্ড সাংবাদিক ইউনিয়নকে বাদ দিয়ে দলকানা ওয়েজবোর্ড গঠন করা হলে সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। সকল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সমন্বয়ে নবম ওয়েজবোর্ড গঠন করতে হবে।
আজ কেউ সত্য কথা বলতে পারছে না। বললেই তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, দেশের কোনো মানুষ আজ নিরাপদে নেই। সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনেক সাংবাদিক আজ বেকার। বেকার সমস্যার সমাধানে হলেও বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আনছার হোসেন, এম. আর মাহবুব, রেজাউল করিম, এম. ইব্রাহীম খলিল মামুন, গোলাম আজম খাঁন, হুমায়ুন সিকদার, এম.এ আজিজ রাসেল, এম. আমান উল্লাহ, ছৈয়দ আলম, লায়ন জিয়াউল করিম, সরওয়ার আলম, মোহাম্মদ উর রহমান মাসুদ, কায়ছারুল ইসলাম, আতিকুর রহমান মানিক, রফিকুল ইসলাম সোহেল ও এইচ.এন আলম প্রমুখ। মানববন্ধনে জেইউসি‘র সদস্য ছাড়াও সাধারণ সংবাদকর্মীরাও অংশগ্রহন করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।