২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

বন্যাদুর্গত জনপদে হাজারো ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ

 

ভারী বর্ষণে ও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের তান্ডবে সৃষ্ট বন্যার কবলে নিমজ্জিত চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঞ্চলে দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ ও চকরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। বন্যা শুরু থেকে টানা চারদিন ধরে উপজেলার প্রতিটি দুর্গত এলাকায় ঘরে ঘরে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। বন্যার প্রথম দিনে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আরিফুল ইসলাম চৌধূরী নেতাকর্মীদের সাথে নিয়ে লক্ষ্যারচর ইউনিয়নের বন্যাদুর্গত জনপদের বানভাসি মানুষকে কোলে তুলে নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন। তারপর থেকে তিনি টানা চারদিন ধরে উপজেলার লক্ষ্যারচর, কাকারা, পৌরসভা, কৈয়ারবিলসহ আশপাশের এলাকার কয়েক হাজার দুর্গত মানুষের মাঝে নিজের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বন্যার দ্বিতীয় দিনে চকরিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাঁড়ান কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এদিন উপজেলার কাকারা, লক্ষ্যারচর, চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড, মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নসহ আরো কয়েকটি ইউনিয়নে দুর্গত হাজারো নারী-পুরুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম বন্যাদুর্গত জনপদ চকরিয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি উদ্যোগকে এতদাঞ্চলের সর্বসাধারণের মাঝে ছাত্রলীগের কার্যক্রমকে প্রশংসিত করেছে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ চৌধুরী। আগামীতেও জনগনের দুর্দিনে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের নেতৃত্বে জেলা ছাত্রলীগ এভাবে বঞ্চিত মানুষের পাশে দাড়াঁেবন এমন প্রত্যাশা করেন আরিফ চৌধুরী। চকরিয়া উপজেলা, মাতামুহুরী উপজেলা ও চকরিয়া পৌরসভার বন্যাদুর্গত জনপদের হাজারো ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা, মাতামুহুরী উপজেলা ও চকরিয়া পৌরসভা ছাত্রলীগ এবং সকল ইউনিয়ন ছাত্রলীগের সকলস্থরের নেতাকর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।