২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

বন্যা দুর্গত এলাকায় শহর জামায়াতের রিলিফ ও ইফতার সামগ্রী বিতরন

IMG

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের উদ্দ্যেগে কক্সবাজারের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় রিলিফ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়। ২৬ জুন শুক্রবার কক্সবাজার শহর জামায়াতে আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে মহুরীপাড়া, কলেজ গেইট, চান্দেরপাড়া, উপজেলাসহ শহরের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের কাছে এসব সামগ্রী বিতরন করা হয়। এ সময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, ছাত্রশিবির শহর সভাপতি জাহাঙ্গির আলম, পলিটেকনিক শিবির সভাপতি রিদওয়ান মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ, শিবির নেতা আইয়ুব আনসারী, মোঃ ইমরান, সাবেক ছাত্রনেতা শাহাবুল হুদা প্রমূখ।

নেতৃবৃন্দ এসময় বিগত কয়েক দিনে অতিবৃষ্টিতে কক্সবাজারের যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকায় জরুরী ভিক্তিতে সরকারী সাহায্য ও খাদ্য সমগ্রী বিতরনের দাবী জানান। এবং বেসরকারী সংস্থাসহ বিত্তশালী মানুষদের বন্যা দুর্গত এলাকা সমূহে জরুরী সাহায্য প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়াবার আহবান জানান। তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের যেখানেই প্রাকৃতিক দুর্যোগের কারনে মানবিক বিপর্যয় ঘটেছে, সেখানেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধ্যমত মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে দাড়াবার চেষ্টা করেছে। তেমনি ভাবে কক্সবাজারেও শহর জামায়াতের উদ্দ্যেগে পবিত্র রমজানের শুরু থেকে ইফতার সামগ্রী বিতরনসহ বর্তমান বন্যা দুর্গত এলাকায় রিলিফ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সকল বন্যা দুর্গত এলাকায় জামায়াতের উক্ত মানবিক সাহায্য কর্মসূচি অবহ্যত থাকবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।