৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

বন্যা দূর্গতদের ত্রাণ বিতরণকালে জাফরের জন্য আবারও নৌকায় ভোট চেয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী

কক্সবাজারে চকরিয়ায় উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে ওই আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে আবারও মনোনয়ন দেয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। একই সঙ্গে তিনি নৌকায় ভোট দেয়ার অনুরোধও জানান।
শুক্রবার (১১ আগস্ট)  বেলা ১২ টার দিকে চকরিয়ার কাকারায় আড়াইশো পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন প্রতিমন্ত্রী এমন কথা বলেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে বন্যা কবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র দেখতে পেয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।
তিনি বলেন, চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা না হয় সেজন্য মাতামুহুরি নদী ড্রেজিং ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।

এসময় তাঁর সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো.মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য তাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ। কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও ইউএনও জেপি দেওয়ানের সঞ্চালনায় আয়োজিত ত্রাণ বিতরণ সভায় আরও বক্তব্য রাখেন রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আজিমুল  হক আজিম  প্রমুখ।

এদিকে ত্রাণ বিতরণ নিয়ে দূর্গতরা অসন্তোষ প্রকাশ করেছেন। বন্যা কবলিত অসংখ্য নারী-পুরুষ ত্রাণের আশায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে আসলেও ফিরেছেন খালি হাতে। তাদের অভিযোগ, ত্রাণের কার্ড পাওয়া সিংহভাগ পাহাড়ের বাসিন্দা। যারা প্রকৃত অর্থে বন্যা কবলিত ছিলেন না।

এ বিষয়ে সংসদ সদস্য জাফর আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।