১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

IMG_4485
কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যেগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস । ২৬শে মার্চ সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভি,সি  প্রফেসর.ড.মো: আবুল কাসেম সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচীর সূচনা করেন।
এরপর বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে র‌্যালি সহযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গমন করে স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান প্রর্দশন করে শহীদ মিনার বেদীদে পুষ্পাঞ্জালী  অর্পন করেন ।
এরপর সকাল ১০টায়  বিশ্ববিদ্যালয়ের হল রুমে বিশ্ববিদ্যালযের ভি,সি ড.মো: আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সফল নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যার সুফল আজ আমরা ভোগ করছি।তিনি আরও বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বঙ্গবন্ধু তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। এই বিশ্ববিদ্যালয়  এই অঞ্চলের বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাসের শিক্ষা দিবে ।
সভাপতির ভাষণে  ড. আবুল কাসেম বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতহাস জানতে হবে । বর্তমান প্রজন্মের প্রতিটি তরুনের মনে দেশাতœবোধ থাকতে হবে দেশকে এগিযে নিয়ে যেতে হবে আর এই জন্য তাদের প্রয়োজন সু – শিক্ষায় শিক্ষিত হওয়া । তিনি আরও বলেন , কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  সু- শিক্ষায় শিক্ষিত ও সু নাগরিক গড়ে তোলার প্রতিষ্টান হিসাবে কাজ করছে এবং করে যাবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজী অনুষদের প্রধান আতাউল্লাহ নূরী তিনি বলেন, স্বাধীনতার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জাতিগত ভাবে বিশ্বের কাছে আজ আমরা বাঙ্গালী এবং রাষ্টিয় ভাবে বাংলাদেশী হিসেবে পরিচিত।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সি.এস.সি অনুষদের নুসরাত জাহান চৌধুরী, ্ইংরেজী অনুষদের আশফাক আখতার আবীর, আইন অনুষদের কামাল হোসাইন হেলালী এবং শিক্ষার্থীদের  মধ্যে বক্তব্য রাখেন ,  আইন ানুষদের মঈনুল , ইংরেজী অনুষদের প্রণবদে প্রমুখ ।  পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয় । পুরা অনুষ্ঠান সঞ্চালয়নায় ছিলেন আইন অনুষদের ছাত্র মারুফ বিন কবির ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।