১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে “যায়যায়দিন” এর ১০ম বর্ষ উৎসব

IMG_

“দেশের ১৬ কোটি মানুষের জন্য প্রতিদিন” শ্লোগানকে ধারন করে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন দশম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন এর ১০ বছরে পদার্পণ উৎসব র‌্যালী ও কেক কেটে উদযাপিত হয়েছে। ৬ জুন সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষোত্তর কক্সবাজার প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

শুরুতে কক্সবাজার জেলা প্রতিনিধি জাবেদ আবেদীন শাহিন স্বাগত বক্তব্যে রাখেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর সভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুল আবছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক এসএম আমিনুল হক। এসময় যায়যায়দিনের র‌্যালী ও কেক কাটা উৎসবে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও স্থানীয় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নুরুল আবছার তার বক্তব্যে বলেন, যায়যায়দিন ১০ম বছরে ১৬কোটি মানুষের আস্থায় পরিনত হয়ে দেশসেরা জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি পত্রিকাটি আগামীতে দেশের মানুষের মাঝে আরও সুনাম ও খ্যাতি অর্জন করবে বলে বিশ্বাস করি। কক্সবাজারে রয়েছে যায়যায়দিনের অস্যখ্য পাঠক। এ অর্জন আগামীতে ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, সংবাদ ও সাংবাদিকতা মানুষের উপকারের সংশ্লিষ্টতায় বস্তুনিষ্ট উপাদান হিসেবে জাতির কাছে তুলে ধরতে হবে। তিনি যায়যায়দিনের উত্তোরোত্তর সফলতা কামনা করেন। পরে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও বৈশাখী টিভির কক্সবাজার প্রতিনিধি শফি উল্লাহ শফি, দৈনিক আজকের কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও জিটিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ সেলিম, কক্সবাজার সম্মিলিত স¦াংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক দুলাল বড়–য়া, মোহনা টিভির উখিয়া প্রতিনিধি আমিনুল হক আমিন, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার ওমর ফারুক হিরু, সমুদ্রকন্ঠের স্টাফ রিপোর্টার ছৈয়দ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার খবর ডটকমের সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, দৈনিক সমুদ্রকন্ঠের চীপ রিপোর্টার মইন উদ্দিন, আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার আরফাতুল মজিদ, সকালের কক্সবাজারের স্টাফ রিপোর্টার নুরুল আজিম নিহাদ, সাগরদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার কল্লোল দে চৌধুরী, কক্সবাজার বার্তার ম্যানেজার ওসমান গণি, কক্সবাজার আলো ডটকমের আমিনুল কবির, আবদুল গফুর ও নাদির হোছেন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।