২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকারঃ প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদিন

রায়হান সিকদার,(লোহাগাড়া): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব, লোহাগাড়ার সূর্যসন্তান মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীরবিক্রম পিএসসি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তাই নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীরা আগামী দিনে অবদান রাখবে। দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে ২০ জানুয়ারি সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ অলি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্য্যনির্বাহী সদস্য নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম বার। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও তরুণ শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী। দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহাজাহান বিন আজিজ ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মুহাম্মদ হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ সমশুল আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার এ.কে.এম আকতার কামাল চৌধুরী, বিদ্যালয় এডহক কমিটির সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম গণি সম্রাট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা নুরুল আবছার, পদুয়া ইউ.পি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, চুনতি ইউ.পি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, কলাউজান ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, বড়হাতিয়া ইউ.পি চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউ.পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ব্যাংকার মুজাহিদ বিন আলম, আওয়ামীলীগ নেতা নুরুল আলম জিকু, মামুনুর রশিদ চৌধুরী, আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদুয়ানুল হক সুজন, যুগ্ম আহ্বায়ক মোঃ তাজ উদ্দিন, মোঃ মিজানুর রহমান, সাংসদ ড. নদভীর একান্ত সহকারী সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস.এম শাহাদৎ হোছাইন শাহেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম নিবিল। অনুষ্টানের শুরুতে অতিথিবৃন্দদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।