২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়- কক্সবাজার উন্নয়ন মেলায় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া বলেন-‘ বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। বিশ্বের মাথাওয়ালা রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। উন্নত রাষ্ট্র এখন স্বপ্ন নয়, স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়ে এগিয়ে যাচ্ছে।’

কক্সবাজারের উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন-‘ যারা বলেন যায় দিন ভালো, আসে দিন খারাপ। তাদের বলতে যাই দিন ভালো, আসবে দিন আরা বেশি ভালো। আজকের দিনটা গতকালের চেয়ে ভালো আজকের দিনটা ভালো আর আগামি দিনটা হবে আজকেরা দিনটার চেয়ে বেশি ভালো হবে।’

এসডিজির লক্ষ্য মাত্রার-‘দারিদ্র বিমচনে সরকারের বিভিন্ন কর্ম পরিকলপনা গ্রহণ এবং সামগ্রিক সাফল্য’ শীর্ষক আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন-‘টেকসই উন্নয়নের ১৭ টি লক্ষ্যমাত্রার উন্নয়নের অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এতে সব শ্রেণি-পেশার দেশপ্রেম মানুষকে এগিয়ে আসতে হবে।’

জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে ক্রমান্বয়ে বক্তব্য রাখেন-‘ব্র্যাকের কর্মকর্তা তাপস কুমার দাশ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তা রামমোহন সেন, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, সড়ক ও জনপদ বিভাগের নির্বার্হী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল করিম, সিভিল সার্জন ডা: পু চ নু। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।