২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ ২৫ সেপ্টেম্বর

সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং-এস-১০২৮/৯৮) বৃত্তি-২০১৭ এর সনদ ও পুরস্কার বিতরণ ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি কাজি দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসোসিয়েশনভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে কৃতি শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট ও বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানের স্থান যথাসময়ে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হবে।
জরুরী সভায় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, পালং আইডিয়াল এর প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ, ছনখোলা কেজির প্রধান শিক্ষক এস.এম আনোয়ার, উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক, শিশুবাগ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক জুয়েল পাল, সহকারী শিক্ষক নাজমুল হাসান ফরহাদ, দীপশিখা আদর্শ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক এসএম হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মোঃ মিজান উদ্দিন, অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক শাহনেওয়াজ বেগম, বাংলাবাজার কেজির সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, খরুলিয়া কেজির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোছাইন, হাজিপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাঈল, হলিচাইল্ড কেয়ার কেজি স্কুলের সহকারী শিক্ষক মোঃ বাদশা মিঞা, অংকুর কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মোস্তফা বেলাল, আব্দুল হামিদ, শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।