বছরের শুরুতেই নতুন বইয়ের গন্ধে বাঁধ-ভাঙ্গা আনন্দে উল্লাসিত শিক্ষার্থীরা। পুরো বাইশারী নতুন বছরের প্রথম দিন যেন এক উৎসবের দিনে পরিণত হয়েছে। তবে রয়েছে এর ব্যতিক্রমও। উৎসব অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ সরকার দলীয় নেতৃবৃন্দদের। তাছাড়া নতুন বইয়ের গ্রাণ থেকে বঞ্চিত হয়েছে ইউনিয়নের আদর্শ গ্রাম আনন্দ স্কুলের কঁচিকাঁচা শিক্ষার্থীরা। এ অভিযোগ শিক্ষিকা শাকেরা বেগমের।
০১ জানুয়ারী (রবিবার) সকাল ১০টায় বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় উচ্চ বিদ্যালয় মাঠে যৌথ উদ্যোগে আয়োজিত বই উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বাইশারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল কেজি এন্ড গার্লস হাই স্কুলের অধ্যক্ষ মোঃ হাছান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলম, মোঃ নুরুন্নবী, বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী শহিদুল হক সহ বাইশারী উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মডেল কেজি স্কুলের শিক্ষার্থীরা।
এদিকে বই বিতরণ উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। তিনি বলেন, সরকারের নানা উন্নয়নের কথা সাধারন লোকজনের মাঝে বলব বলেই আওয়ামীলীগের কোন নেতাকর্মীকে বই উৎসবে আমন্ত্রণ জানায়নি কর্তৃপক্ষ। এছাড়াও বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হাকিমকেও বই উৎসব অনুষ্ঠানে দেখা যায়নি।
এ ছাড়া শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুফান আলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানেও প্রধান শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দরা বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই প্রদান করায়, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা ও সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।