১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বাইশারীতে বোরোধানে পোকার আক্রমন: দিশেহারা কৃষক

fffff
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বোরো ধানে পোকার আক্রমন দেখা দিয়েছে। ফলে মওসুমের শুরুতেই পাতা লাল হয়ে যাওয়া, মাজরা ও পাতামোড়ানো পোকা আক্রমন করায় কৃষকরা চিহ্নিত হয়ে পড়েছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের গোছা যখন কালো হয়ে মোটা হতে শুরু করছে তখনই পাতামোড়ানো পোকা ও মাজরা পোকা আক্রমন শুরু করেছে। বাজারের কীটনাশক ছিটিয়েও তেমন লাভ হচ্ছে না।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বাজারে যেসব কীটনাশক পাওয়া যাচ্ছে, তা পোকা দমনে দেমন কার্যকর নয়। বেশি লাভের আশায় অসাধু সার ব্যবসায়ীরা নি¤œমানের কীটনাশক বিক্রি করছেন।
এ দিকে সরকার নির্ধারিত ৮০০ টাকার ইউরিয়া সার (৫০ কেজি) বাইশারীর বিভিন্ন স্থানে ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ছোট দানার ইউরিয়া সার তেমনটা পাওয়া যায় না। তবে টাকা বেশি দেয়ার কথা বললে সাব ডিলাররা দিতে রাজি হন। তাছাড়া মোটা দানার সারও ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কৃষকরা আরো বলেন, চিকনদানার সার ক্ষেতে ছিটানো সহজ হওয়ায় এলাকায় এর চাহিদা অনেক বেশি। আর এ সুযোগে ডিলার বা সাব ডিলার এ সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মোটাদানার সার কিনতে কৃষকদের বাধ্য করছে।
এ বিষয়ে বাইশারীর দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম পোকা আক্রমনের বিষয়টি স্বীকার করে বলেন, ধানক্ষেতে পোকা আক্রমন করতেই পারে। তবে এ ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।