২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বাইশারী উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার পদে নিয়োগ স্থগিত

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার পদে নিয়োগ পরীক্ষা অবশেষে স্থগিত করা হয়েছে। অনিয়ম ও দূর্নীতির অভিযোগে প্রশাসনিক ভাবে নিয়োগ পরীক্ষা সাময়িক স্থগিত রাখা হয়।
গত ১৭ ডিসেম্বর বান্দরবান জেলা সদরে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও স্থানীয়দের অভিযোগে উর্দ্ধতন দপ্তর স্থগিতাদেশ জারি করেন।
তবে সম্প্রতি এ আদেশকে উপেক্ষা করে গোপনে নিয়োগ কার্যক্রম চালাচ্ছে বলে জানায় অভিযোগকারীরা।
জানা যায়, বাইশারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুল হাকিম তাঁর পছন্দের এক প্রার্থীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে গোপন কার্যক্রম শুরু করেছে।
গত ১৩ ডিসেম্বর বাইশারী এলাকার স্থানীয় বাসিন্দা এহতেশামুল হক এর লিখিত অভিযোগের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার উক্ত বিষয়ে তদন্তের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলীকে দায়িত্ব দেন।
এদিকে ২০ ডিসেম্বর বাইশারী উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত রেখে সুষ্ট তদন্তের জন্য আরো একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে করা হয়েছে।
উক্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে- বাইশারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুল হাকিম ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয়ে চাকরী দেওয়ার নামে হারুনুর রশিদ নামে এক ব্যাক্তির কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা আত্মসাত করে।
এ ঘটনায় বান্দরবানে সিআর ৪২/২০১৬ বিচারাধীন রয়েছে। এছাড়াও জনৈক সুধাংসু দে চাদাঁবাজি মামলা করে নুরুল হাকিমের বিরুদ্ধে। ২০১৭ শিক্ষা বর্ষে পপি গাইড ক্রয়ের নামে বাইশারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে ৮০ হাজার টাকা আত্মসাত, এসএসসি ফরম পূরণে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩৫০০ টাকা আদায় করা হয়েছে বলে উল্লেখ করা হয় অভিযোগে।
অভিযোগকারীরা জানান সম্প্রতি স্থগিতাদেশ উপেক্ষা করে গোপনে পছন্দের ব্যক্তিকে নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয় সভাপতি নুরুল হাকিম। এতে উপরস্থ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি এলজিইডি প্রকৌশলী ও তদন্ত কর্মকর্তা কমল কান্তি পাল জানান, উপজেলা নির্বাহী অফিসারের আদেশে গ্রন্থাগার পদে অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।