২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বাইশারী বাজার সংলগ্ন ব্রীজের কাজ চলছে কচ্চপের গতিতে

shomoy
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার সংলগ্ন কালবার্ড ব্রীজের নির্মাণ কাজ কচ্চপ গতিতে চলায় সাধারন মানুষ থেকে শুরু করে হাজারো শিক্ষার্থীর কষ্টের যেন শেষ নেই। বৃষ্টির মধ্যে ধ্বসে পড়া কালবার্ড ব্রীজ নির্মাণের কারনে ইতিমধ্যে উক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প ভাঙা সড়ক দিয়ে চলাচলে অনেকটা কষ্টের স্বীকার হচ্ছে সাধারন যাত্রীরা। দীর্ঘদিন ধরে কালবার্ড ব্রীজটি ধ্বসে পড়ায় বর্ষা মৌসুমে ধীরগতিতে চলছে নির্মাণ কাজ। যার কারণে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, শিক্ষার্থীরা দূর্ভোগের শিকার হচ্ছেন।
সরজমিনে দেখা যায়, ধ্বসে পড়া কালবার্ড ব্রীজটি পূনরায় নির্মাণের জন্য মাত্র চার জন শ্রমিক দিয়ে খোড়াখুড়ি চলছে। কাজে তেমন গতি নেই। অনেকটা ধীর গতিতে চলছে। একদিন কাজ চললে অন্য দিন বন্ধ। যার কারণে সাধারন মানুষ, ব্যবসায়ী ও স্কুল-পড়–য়া শিক্ষার্থীরা কাজের গতি কে কচ্চপের গতির সাথে তুলনা করে মন্ত্যব্য করতে শুনা যায়।
তাছাড়া বাইশারীর ব্যস্থতম সড়কের বর্তমানে বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় খানাখন্দে একটু বৃষ্টিতে পানি জমে যায়। জমে থাকা বৃষ্টির পানি যাওয়ার জন্য সরকারী ভাবে পানি চলাচল করার জন্য কোন ড্রেন না থাকার কারণে ব্যবসায়ীদের ব্যবসা করতে ও যানবাহন ও সাধারন মানুষের চলাচল ব্যহত শেষ নেই।
উক্ত সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে বাইশারী ইউনিয়নের স্কুল-পড়–য়া হাজারো শিক্ষার্থীরা। সড়কে পানি জমে থাকায় দোকানের বারান্দা দিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের।
বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ শাহাব উদ্দিন ও শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা সভাপতি বলেন, উক্ত সড়ক দিয়ে প্রায় হাজারো শিক্ষার্থী নিয়মিত স্কুল-মাদ্রাসায় যাওয়া আসা করে। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং বৃষ্টির মধ্যে ধ্বসে যাওয়া কালবার্ড ব্রীজ ধীরগতিতে নির্মাণের ফলে সড়ক দিয়ে শিক্ষার্থীরা চলাচলে বর্তমানে দূর্ভোগের শিকার হচ্ছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক যানবাহন সহ সাধারন মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে দূর্ভোগ কমাতে অতি শীগ্রই কালবার্ড ব্রীজের নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।