৭ মার্চ, ২০২৫ | ২২ ফাল্গুন, ১৪৩১ | ৬ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার

বাকঁখালী নদী গর্ভে খালেকুজ্জামান সেতু সাময়িক চলাচলে বেইলী ব্রিজ স্থাপনের দাবী

Garjania

দীর্ঘদিন ঝুকিপূর্ণ থাকা ও নদীর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করেও রক্ষা করা গেল না রামু উপজেলার ঐতিহাসিক শাহসুজা সড়কের বাকখালী নদীর উপর নির্মিত খালেকুজ্জামান সেতু। সেতুর দক্ষিণাংশের সংযোগ সড়ক গত ২৫জুন থেকে টানা দুই দিনের বন্যায় নদীর গর্ভে বিলীনে হয়ে গেছে। এতে করে ব্রিজটি মরণ ফাঁদ হয়ে গর্জনিয়া-কচ্ছপিয়া ও পার্শ্ববর্তী বাইশারী ইউনিয়নের মানুষের যোগাযোগ বন্ধসহ বিপাকে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। যেকোন সময় বাকী ব্রিজটুকুও নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের সংযোগস্থলে বাঁকখালী নদীতে দৈর্ঘ্য ১৬০.১৭৫ মিটার এটি রামুর বৃহৎ সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রায় ৩ কোটি টাকায় ২০০৫ সালে দীর্ঘ সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়। কিন্তু গত ২০১২ সালের বর্ষা মৌসুমে সৃষ্ট বন্যায় নদী ভাঙন ও গতি পরিবর্তন হওয়ায় দক্ষিণ পাশে সংযোগ সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেতুটি। এতে দীর্ঘদিন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরবর্তী সরকারিভাবে ৮৪ লাখ টাকায় একটি প্রকল্পের মাধ্যমে নদীর গতি পরিবর্তণের কাজ করে সংযোগ সড়ক নির্মাণের পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
কিন্তু সম্প্রতি দ্বিতীয় দফায় খালেকুজ্জামান সেতু ব্যাপক আকারে নদীর গর্ভে বিলীন হওয়ায় বৃহত্তর কচ্ছপিয়া-গর্জনিয়া ইউনিয়নের মানুষের যোগাযোগের সহজ বন্ধনে ফাটল দেখা দিয়েছে। ভাঙ্গনের দৃশ্যে সেতুটি কখন নাগাদ নির্মাণ কিংবা সংষ্কার হবে তা নিয়েও সন্দেহ পোষন করছেন অনেকে। স্থানীয়রা, সেতুটি পুন:নির্মাণ করা পর্যন্ত একটি বেইলী ব্রিজ স্থাপন করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, ভারী বৃষ্টিপাত হলে বাকঁখালী নদীতে পানি বেড়ে যায়। মাননীয় সংসদ সদস্যের প্রচেষ্ঠায় ভাঙ্গন অংশে অস্থায়ী বেইলী ব্রিজ স্থাপনের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের রামু উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, সেতুটি রক্ষায় ইতিপূর্বে কাজ করা হয়েছিল। নদীর মাঝখানে ভরাট হওয়া অংশ খনন করা হয়। কিন্তু প্রতি বছর নদীভাঙনের কারণে অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে গেছে।
রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান জানান, বিধ্বস্থ ব্রিজের দক্ষিণাংশে আপাতত একটি বেইলী ব্রিজের মাধ্যমে তিন ইউনিয়নের মানুষের যাতায়ত শুরু করা প্রয়োজন। পরবর্তী সিসি ব্লক স্থাপন, নদীর গতিপথ পরিবর্তন করে এ সেতুটিকে রক্ষা করা সম্ভব হবে। সহসাই এ উদ্যোগ না নিলে চরম ভোগান্তি পোহাবে এ অঞ্চলের মানুষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।