২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ -জেলা ছাত্রদলের সভাপতি

jcd-cox-pic_1
জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল বলেছেন, আওয়ামীলীগ কখনোই ভিন্নমত সহ্য করতে পারে না। তারা ভিন্ন মোড়কে পুরনো কায়দায় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে। যেমন তারা ১৯৭২-৭৫ সালে একদলীয় বাকশাল কায়েম করেছিল। এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার বিকল্প নেই।
সোমবার (৩১ অক্টোবর) ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব বলেন।
বর্তমান পরিস্থিতি নেতাকর্মীদের সামনে তুলে ধরে রাশেদুল হক রাসেল বলেন, আমরা এক কঠিনতম সঙ্কট অতিক্রম করছি। ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে গ্রামে গঞ্জে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে।
তিনি মনে করেন, সরকারের ভবিষ্যৎ অন্ধকার। দেশের ভেতরে বাইরে বন্ধু বলতে আওয়ামীলীগের নেই। এটি আওয়ামীলীগ নিজেরাই টের পেয়েছে। গায়ের জোরে তারা সরকার চালাচ্ছে। এ অবস্থা বেশী দিন টেকসই করবেনা। গণতন্ত্র রক্ষায় নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারের কবর রচনা করতে হবে। তাহলেই দেশ বাঁচবে, মানবতা রক্ষা পাবে। এসময় তিনি সকল পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহেদুল হক জাহেদ, যুগ্ম-সম্পাদক শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখার যুগ্ম-আহবায়ক ওসমান গণি, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফ ইমরান, দপ্তর সম্পাদক ফয়সাল মোশারফ ফয়েজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকতার নূর, আইন বিষয়ক সম্পাদক রেজাউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রানা, সহ-গণশিক্ষা সম্পাদক বেদারুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য রফিকুল ইসলাম।
বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- শাহাদাত হোসেন, মেহেদী হাসান, শাহীনুল ইসলাম বাবু, মো. হোসেন, বাবুল মনসুর, নুরুল আলম বাদশা, আবু হেনা, মোসলেম উদ্দিন, মিজানুর রহমান, মো. সোহেল, ওমর ফারুক, শাহরিয়ার রহমান, সাইফুল্লাহ খালেদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।