কক্সবাজার শহরের জেলগেইট বাদশাঘোনা এলাকা থেকে আনোয়ার হোসেন লুলু (২৮) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার রাতে বাদশাঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আনোয়ার হোসেন লুলু পেকুয়ার জালিয়াপাড়া এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে। তবে সে পরিবার পরিজন নিয়ে শহরে বাদশাঘোনা এলাকার বসবাস করতেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি/তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধূরী তাকে আটকের বিসয়টি নিশ্চিত করেন।
অভিযানে নেতৃত্বদানকারি সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানিয়েছেন, আটক আনোয়ারের বিরুদ্ধে ঢাকায় ওয়ারি থানায় একটি, সদর মডেল থানায় ৩টি মানবপাচার মামলা রয়েছে। তাকে সদর থানার ৩টি মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।