২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি কমলের

Mp kamol pic
কক্সবাজার-রামুর বানভাসী মানুষের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। শনিবার (২৭ জুন) কক্সবাজার-রামুর বন্যা দূর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের খাবারসহ চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। দূর্গত এলাকা ঘুরে ঘুরে মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে সাহায্যের হাত প্রসারিত করার জন্য স্ব স্ব এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার সকালে এমপি সাইমুম সরওয়ার কমল জীবনের ঝুঁকি নিয়ে বাঁকখালী নদী পথে ¯প্রীড বোট যোগে গর্জনিয়া-কচ্ছপিয়া, ঈদগড় ও কাউয়ারখোপ ইউনিয়নের দূর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে যান। সেখানে পৌঁছে তিনি বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া, হাজারীকুল, শ্রীকুল, অফিসেরচর, পশ্চিম মেরংলোয়া, সীমা বিহার এলাকা, দুবাই ফিউচার পার্ক এলাকা, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, বার্মিজ স্কুল এলাকা, উত্তর ও দক্ষিণ তেচ্ছিপুল, দক্ষিণ ফতেখাঁরকুল, তলিয়া পাড়া, হাইটুপী, রামু বাজার, উত্তর ফতেখাঁরকুল, সাতঘরিয়া পাড়া, লম্বরী পাড়াসহ বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন। পাশাপাশি বন্যার্তদের মাঝে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়সহ শুকনো খাবার বিতরণ করছেন সাংসদ কমল।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, আওয়ামীলীগ নেতা নুরুল হক, গফুর, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, গর্জনিয়া ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ কর্মী মো. ওসমান ও নাছির প্রমূখ।
এদিকে, ২০১২ সালে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল দূর্গত মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ সমাগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা পৌঁছে দেন। এজন্য তিনি দেশব্যাপী প্রশংসিত হয়েছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।