নুরুল অালম রাজা,(বান্দরবান): বান্দরবান শহরে প্রু-আবাসিকা হোটেলের পুরনো ভবন ভাঙ্গার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক শ্রমিক। নিহত ব্যক্তির নাম আবুল বশর। তাঁর বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে ভবন ভাঙ্গার কাজে নিয়োজিত শ্রমিক আবুল বশর ছাদে কাজ করছিলেন। এ সময় ভবনের পার্শ্ববর্তী বিদ্যুৎ লাইনের খুব কাছাকাছি চলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় অন্য এক শ্রমিক আহত হয়েছেন। তাঁকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আবুল বশরের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।