২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বালুখালীতে শ্রমিক সংগঠনের অফিস উদ্ভোধনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩


বাংলাদেশ ট্টাক শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাষ্টম্স এলাকায় ঘটনাটি ঘটেছে। এ নিয়ে বর্তমানে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সরজমিন ঘটনাস্থল ঘুরে বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বালুখালীস্থ বিভিন্ন শ্রমিক পেশার লোকজন মিলে বালুখালী কাষ্টম্স এলাকায় অফিস উদ্ভোধন ও বার্ষিক বনভোজন এবং আলোচনা সভার দিন ধার্য্য করে। এরই ধারাবাহিকতায় সকালে শ্রমিকেরা উক্ত স্থানে জড়ো হয়ে অফিস উদ্ভোধনের চেষ্টা করলে প্রতিপক্ষরা এতে বাধা প্রদান করিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা জিয়াউল হক বাপ্পী(২৩) শাহ আলমগীর (২৫) এবং শামশুল আলম (২৮) গুরুতর আহত হয়। জানতে চাইলে স্থানীয় ইউপি মেম্বার বলেন, নুরুল আবছার চৌধুরী বলেন, একটি তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে তিনি স্বীকার করেন।
অপরদিকে আহত জিয়াউল হক বাপ্পী জানান, আমরা শতাধিক শ্রমিক মিলে একটি সংগঠনের আত্মপ্রকাশের মাধ্যমে অফিস উদ্ভোধন করতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য নুরুল আবছারের ভাড়াটিয়া মাস্তান বাহিনীসহ ৪০/৫০জন রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।