বিশেষ প্রতিবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র সহ ২জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র সহ তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা নুরুল বশর (৩০) ও ইলিয়াস (২৮)। এসময় তাদের কাছ থেকে গুলিসহ ২টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়। এর আগে এই দুই জনের নেতৃত্বে ওই ক্যাম্পে থাকা ৪জন টিউবওয়েল মিস্ত্রিকে পিঠিয়ে মারাত্মক জখম করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে একটি মসজিদে থাকা স্থানীয় ৪জন টিউবওয়েল মিস্ত্রিকে ১০/১২জনের একটি রোহিঙ্গা গ্রুপ ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে এসব টিউবওয়েল মিস্ত্রিদের ক্যাম্প থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ক্যাম্পের ওই এলাকা থেকে মিয়ানমারের নাগরিক নুরুল বশর ও ইলিয়াসকে অস্ত্র সহ আটক করা হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্ত।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।