টেকনাফ গত ৫/৬দিনের টানা বর্ষণে বিভিন্ন স্থানে বসত-বাড়ি বিলীন হলেও এবার উপকূলীয় বাহারছড়ায় পাহাড় চাপা পড়ে মা-মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়,২৭জুন ভোররাতে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনতলিয়ার পুরান পাড়ায় আবুল মঞ্জুরের বসত বাড়িটি পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই স্ত্রী মসুদা খাতুন (৫০) ও তার মেয়ে শাহেনা আক্তার (১৩) মারা যায়। বাদে জুহুর স্থানীয় গোরস্থানে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হয় বলে স্থানীয় মেম্বার মোক্তার আহমদ আমীর এই ঘটনার সত্যতা স্বীকার করেন। দুপুরে খবর পেয়ে বাহারছড়া ফাঁড়ির আইসি শিপনের নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার প্রত্যন্ত পাহাড়ী জনপদে টাকার বিনিময়ে অবৈধ বসতি স্থাপনে কতিপয় অসাধু বনকর্মীদের যোগ-সাজশের কারণে প্রতি বছর বর্ষায় কম-বেশী মৃত্যুর ঘটনা ঘটেই চলছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।