নতুন ধারার রাজনীতির সূচনা আর বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে ‘ভিশন-২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলনের আগে দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে বিএনপির ‘ভিশন-২০৩০’ উপাস্থাপন করবেন খালেদা জিয়া।
ভিশন ২০৩০-এ কী থাকছে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের যে দূরদৃষ্টি অর্থাৎ ২০৩০ সালে সরকার পরিচালনায় গেলে কী কী কাজ করব, দেশকে কীভাবে দেখতে চাই এবং স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই সেই বিষয়গুলোই এখানে তুলে ধরা হবে।’
তবে বিএনপি মহাসচিব এও বলেন যে, ভিশন-২০৩০ এর সঙ্গে নির্বাচন এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার কোনো সম্পর্ক নেই।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।