টেকনাফ পৌরসভা শাখা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা চলছে।
৪মার্চ টেকনাফ পৌরসভার হোটেল গ্রীণগার্ডেন সম্মেলন কক্ষে পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক এডঃ শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এম,মোক্তার আহমদ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জাফর আলম,সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ,পৌর বিএনপির সাধারন সম্পাদক হাসান আহমদ,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাশেম মেম্বার,সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন,জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাবলু,উপজেলা যুবদলের আহবায়ক এড.হাসান ছিদ্দিকী, পৌর বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক রেজাউর রহমান রেজা,জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল,টেকনাফ সদর বিএনপির সভাপতি মোঃ আলম,হ্নীলা দক্ষিণ বিএনপি সভাপতি নুরুল আমিন চৌধুরী,পৌর বিএনপির সহসাধারন সম্পাদক নুর মোহাম্মদ নুরী,আনোয়ার কামাল আনু,উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক মোঃ কাইয়ুম,জালাল উদ্দিন,পৌর যুবদলের যুগ্নআহবায়ক বাঁচা মিয়া,উপজেলা যুবদল নেতা এইচ এম উসমান গণি,রফিকুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন,পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আবদুল্লাহ,সদস্য সচিব তৌহিদ আরমানী, যুগ্নআহবায়ক রহমত উল্লাহ,টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক হেলাল উদ্দিন প্রমূখ।এতে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন,একদিকে বাংলাদেশী নিরীহ জেলেদের ধরে নিয়ে মিয়ানমার বাহিনীরা হত্যা ও নির্যাতন করছে অপরদিকে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেওয়া বাহিনীরা নিরীহ মানুষদের জঙ্গলে নিয়ে হত্যা করেই চলেছে। সাধারন মানুষকে জেলে দেওয়া হচ্ছে। যতই জুলুম অত্যচার হউক না কেন বিএনপি কোন আন্ডার গ্রাউন্ড দল নয়। বিএনপি প্রকাশ্যে রাজনীতি করে। ধমক দিয়ে কোন লাভ হবেনা। দেশের তিন বারের প্রধানমন্ত্রী,একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বার বার হয়রানিমুলক মামলায় হাজিরা দেওয়ার নামে নাজেহাল করছে। আওয়ামী লীগ সরকার অতীতে যে ভোটারবিহীন নির্বাচন করেছে,তা আবারো করার পাঁয়তারা শুরু করেছে। সুতরাং বিএনপি নেত্রী গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকারের জন্য যে আন্দোলন কর্মসুচীর ডাক দেবে সেই আন্দোলনে সকল নেতাকর্মীকে রাজপথে নেমে এসে আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলে সহকারে যোগদান করেন। সভাশেষে কাউন্সিল অধিবেশন শুরু হলে বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাকের কোন প্রতিদ্বন্দি না থাকায় তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাধারন সম্পাদক পদে ৬জন প্রার্থী থাকায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়নি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।