৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

বিদায় ওয়েস্ট ইন্ডিজ: ফাইনালে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা

1480150410
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে শেষ মুহূর্তের নাটকীয়তার জন্ম দেয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ৫ রানের ব্যবধানে হেরেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস মেথডে হেরে ক্যারিবীয়ানরা ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টাই করে ওয়েস্ট ইন্ডিজ। অপর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল মাত্র এক রানের ব্যবধানে। এবার হারলো ৫ রানের ব্যবধানে। এদিকে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে। শিরোপার লড়াইয়ের তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। খেলার একাদশ ওভারে বৃষ্টি নামলে ম্যাচ এক ওভার কমে নেয়া হয়। নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ২১৮ রান করে জিম্বাবুয়ে।
জবাবে, ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৭.৩ ওভারের মাথায় আবারো শুরু হয় বৃষ্টি। ততক্ষণে ৫ উইকেটে ১২৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তখনো জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ক্যারিবীয়ানদের দরকার ছিল ১৩০ রান।
জিম্বাবুয়ের সিকান্দার রাজার ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ (৭৬) রান আসে। তেন্ডাই চিশোরোর ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে। তার দু’জনই অপরাজিত ছিলেন। ২০ রান করেন হ্যামিলটন মাসাকাদজা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন দেবেন্দ্র বিশু এবং অ্যাশলে নার্স। দুটি উইকেট তুলে নেন আধিনায়ক জ্যাসন হোল্ডার।
চার ম্যাচ খেলে সর্বোচ্চ ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লঙ্কানরা। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে আসে জিম্বাবুয়ে। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।