
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর জয়নগর গ্রামের শাহাজলের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন শাহাজলের স্ত্রী সুফিয়া, ছেলে রহমান এবং একই বাড়ির ফয়েজ (১৭) ও অজ্ঞাত একজন। ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই গ্রামের শাহাজালের ছেলে রহমান বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে তিনি আহত হন। তাকে উদ্ধারের জন্য তার মা এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন। এভাবে একে অপরকে বাঁচাতে গিয়ে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।