জেলা অাওয়ামী লীগের সহসভাপতি,টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,৩বারের সাবরাং ইউপির নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ শফিক মিয়া সদ্য ঘোষিত জেলা পরিষদ নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দিতায় সদস্য নির্বাচিত হওয়ায় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে পুষ্পমাল্য দিয়ে বরণ করা হয়।
৬ডিসেম্বর দুপুর পৌনে ২টায় হ্নীলা বাসষ্টেশনে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বিনা প্রতিদ্বন্দিতায় সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শফিক মিয়া কক্সবাজার থেকে ফেরার পথে হ্নীলা বাস ষ্টেশনের সিকদার প্লাজার সামনে পৌছলে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার,হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার,জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, সদস্য কায়সার উদ্দিন আহমদ,উপজেলা ওলামা লীগ নেতা মাওলানা ক্বারী ফরিদুল আলম,হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৌ: শাকের আহমদ কোম্পানী,৭নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল হোছাইন,আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমদ চৌধুরী,দেলোয়ারুল ইসলাম,জাকের হোছাইন চৌধুরী,যুবলীগ নেতা মুফিজুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম,হ্নীলা ইউপি সচিব হাকিম উদ্দিন পাহাড়ীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা ফুল দিয়ে বরণ করে নেয়। অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছার জবাবে তিনি বলেন-আমি জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া আদায় করছি। আমি আজীবন আপনাদের ভালবাসা নিয়ে আপনাদের আপনাদের পাশে আছি এবং থাকব। আগামীতে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।