২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বিশেষ কায়দায় ইয়াবা পাচার, ডিবি বিচক্ষণতায় ধরা পড়লো করিম উল্লাহ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেট কারে অভিনব কায়দায় পাচারের সময় কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে টেকনাফ গোদার বিল এলাকার বাসিন্দা মৃত অলি উল্লাহার ছেলে করিম উল্লাহ (৩২) কে আটক করে।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ল-১২-০০৮৬ নাম্বারের প্রাইভেট কার আটক করে তল্লাশি চালায়। এসময় প্রাইভেট কারের চালক করিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করে। পরে আটককৃত করিমসহ প্রাইভেট কার কলাতলির একটি স্থানীয় ওয়ার্কসপে এনে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে চার ঘন্টা তল্লাশি করে ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় লুকানো দশ টি কালো কচটেপ মুড়ানো প্যাকেটে ২০ হাজার ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।