মো.আবুল বশর নয়নঃ প্রধানমন্ত্রীর আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশী-বিদেশী একটি মতলবী মহল প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বেলা ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে প্রশাসন ও সুধীসমাজের সাথে মতবিনিময় ও ত্রাণ বিতরণ অনুষ্টান শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের সাহসী ও মানবিক ভূমিকা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে। রোহিঙ্গাদের ত্রাণ সহযোগিতা দেয়ার জন্য প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, সরকার এই ইস্যুতে রাজনীতি করছে না। বিএনপি-ই এ নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গাদের দুরাবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
তিনি আরো বলেন- বিএনপি শুধু ঢাকায় বসে প্রেস ব্রিফিং রাজনীতি করছে। রাজনীতি নয়, দল মতের উর্ধ্বে থেকে কাজ করুন। সিভিল প্রশাসনকে সহযোগিতার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। বিশ্ব জনমতের চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মতবিনিময় সভায় তিনি বলেন- বর্তমানে কঠিন সময় পার করছে সরকার। শেখ হাসিনার দায়িত্বশীল নেতৃত্বে বিশাল রোহিঙ্গা এ জনগোষ্ঠীকে প্রায় ৩০দিন যাবত তাদের ব্যায় ভার বহন করা হচ্ছে। ৮লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে দেশে এসেছে। আমরা ক্ষুদ্র দেশ নয়, তবে ধনী দেশ হবো। প্রধানমন্ত্রী যে উন্নয়ন তা গ্রামে গঞ্জে পৌছেছে। বন্যার ক্ষয় ক্ষতি পুষিয়ে উঠতে পারিনি এর মধ্যে রোহিঙ্গা সমস্যা তৈরী হয়েছে। সবার দোয়া মানবিক ভূমিকার জন্য রোহিঙ্গা ইস্যুতে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে সরকার। শুধুমাত্র একটি দল সমালোচনা করছে বিএনপি। ২৮সেপ্টেম্বর শেখ হাসিনার জম্ম দিন পালন করা হবেনা জানিয়ে এর অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হবে বলে জানান। তবে মসজিদ, মন্দির ক্যাংয়ে বিশেষ মোনাজত করা হবে প্রধানমন্ত্রীর জন্য।
বাংলাদেশ বর্ডার গার্ড ৩১ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আনোয়ারুল আযীম বলেন- নাইক্ষ্যংছড়ি সীমান্তে সেনাবাহিনী ত্রাণ বিতরণ না করলে তাদের উখিয়ায় পাঠানো হবে। শোচাগার না থাকার কারনে স্বাস্থ্য হানি হচ্ছে রোহিঙ্গাদের। বিজিবির পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অভ্যান্তরীণ সড়ক সংষ্কারের দাবী জানান তিনি।
জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন- রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে জেলায় ৪০টি মন্দিরে অতিরিক্ত পুলিশ নিয়োগ, পাচঁটি মোবাইল টিম, ছয়টি চেকপোষ্ট ও প্রতিটি ওয়ার্ডে সীমান্ত সুরক্ষা কমিটি করা হয়েছে। সীমান্ত এলাকার সড়কগুলো দিয়ে এক টনের অধিক মালামাল বহন না করার অনুরোধ জানান তিনি।
বান্দরবান জেলা প্রশাসন দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ এমপি, উপজেলা নির্বাহী অফিসার এস.এম সরওয়ার কামাল, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।
এর আগে নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের পরিবারের হাতে দশ হাজার টাকা করে তুলে দেন ওবায়দুল কাদের।
এদিকে মন্ত্রী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শণ করেছেন। ৭৯০ জনের ভিজিডি উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এসময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।