‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গান দিয়েই আইপিএল এইট-এর উদ্বোধন করলেন প্রীতম। ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী মঞ্চে এসে ডেকে নিলেন অধিনায়কদের।
মঞ্চে এলেন মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস), বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স), শিখর ধাওয়ান (সানরাইজার্স হায়দরাবাদ), গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স), জর্জ বেইলি (কিংস ইলেভেন পঞ্জাব), জেপি ডুপিনি (দিল্লি ডেয়ারডেভিলস)ও শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস)।
একে একে এবার সব অধিনায়ক মূলমঞ্চে এসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট মেনে ব্যাটে সই করলেন। ‘এবার এন্টারটেনমেন্ট’ ঘোষণা দিয়ে মঞ্চে এলেন সাইফ আলী খান। ‘আই এম এ ডিস্কো ডান্সার’ গানের তালেই যুবভারতী মাতালেন শহিদ কাপুর। হেভিওয়েট সেলেবদের হয়ে এই ওপেনিংটা করলেন শাহিদ। নেমেই ‘গান্দি বাত’ এর মতো গানের তালে দর্শকদের নাচিয়ে দিলেন তিনি। বলিউডের সুপারহিট ফ্লিম পিকে’র ‘বিন কুছ কাহে, বিন কুছ শুনে’র ছন্দেই স্টেজে এলেন অনুষ্কা শর্মা। শেষ আটটি আইপিএল-এর বিজয়ী দলগুলোর কোলাজ দেখানো হল জায়ান্ট স্ক্রিনে।
এরপর মঞ্চে ফারহান আখতার। হাততালিতে ফেটে পড়ল যুবভারতী। তার বিখ্যাত শায়েরি ও গান নিয়েই চেনা ছন্দে ফারহান। ফারহান অ্যান্ড কোং যুবভারতীর মেজাজটাই ‘রক অন’ করে দিলেন। ডান্স-লুকস-স্টাইলের যুগলবন্দীতে দর্শকদের মন্ত্রমুগ্ধ করছেন হৃতিক রোশন। ‘এক পাল কা জিনা’ দিয়েই জয়ে করেছিলেন সবার মন। সেই পুরনো গান দিয়েই কলকাতার মন জয় করলেন তিনি। ‘কলকাতা কেমন আছ? ভালো তো’-বাঙালির মন জয়ের জন্যই বাংলা ভাষাকে বেছে নিলেন তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।