২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

বেঁচে আছেন ‘মিস্টার বিন’

‘মিস্টার বিন’ ও ‘জনি ইংলিশ’ খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসন বেঁচে আছেন। শুক্রবার এ অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, রোয়ান অ্যাটকিনসন সুস্থ ও বেঁচে আছেন। মৃত্যুর খবর পুরোটাই ইন্টারনেট গুজব।
এ সপ্তাহের শুরুতে ইন্টারনেটে ৬২ বছরের অ্যাটকিনসনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ‘আরআইপি রোয়ান অ্যাটকিনসন’ নামের একটি ফেসবুক পেজ থেকেই এই গুজব ছড়িয়ে পড়ে। পেজটিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ মার্চ) রোয়ান অ্যাটকিনসনের মৃত্যু হয়েছে। এতে দাবি করা হয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ অভিনেতার।

মুহূর্তেই পেজটির লাইক প্রায় দশ লাখে পৌঁছে যায়। এরপর অ্যাটকিনসনের ভক্তরা মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বিভিন্ন পোস্ট দিতে থাকেন। টুইটারেও গুজবটি ছড়িয়ে পড়ে।

অনেকেই খবরটি বিশ্বাস করলেও বেশিরভাগই এমন খবরে সন্দিহান ছিলেন। তাদের মতে, অ্যাটকিনসনের মতো বিখ্যাত অভিনেতার মৃত্যু হলে মূলধারার ব্রিটিশ সংবাদমাধ্যমে অবশ্যই খবর প্রকাশিত হতো। কিন্তু এক্ষেত্রে তা ঘটেনি। তবে অ্যাটকিনসন বা তার পরিবারের পক্ষ থেকে কোনও বক্তব্য হাজিরা না হওয়াতে গুজবটি ধোঁয়াশা তৈরি করে।

অবশেষে শুক্রবার (১৭ মার্চ) অ্যাটকিনসনের মুখপাত্র খবরটিকে ইন্টারনেট গুজব ও ভুয়া বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘তারকাদের মৃত্যুর ভুয়া খবর প্রচারের যে প্রবনতা শুরু হয়েছে অ্যাটকিনসন এর সর্বশেষ শিকার। তিনি (অ্যাটকিনসন) সুস্থ ও বেঁচে আছেন। ইন্টারনেটে যা দেখবেন সেগুলোর সব বিশ্বাস করা বন্ধ করুন’।

অ্যাটকিনসনের মৃত্যুর গুজব ছড়ানোর কারণে অনেক ভক্তই ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।