সংবাদ বিজ্ঞপ্তিঃ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপরেখা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের ভাইসচেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, বিএনপিকে বাইরে রেখে কোন নির্বাচন আর নয়। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপি সরকারের বিকল্প নেই। বেগম জিয়া দেশে ফিরে আগামী নির্বাচনের রূপরেখা দিবেন।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন। বুধবার (১১ অক্টোবর) বিকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাইসচেয়ারম্যান বুলু আরো বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। দেশবাসীর নিকট বেগম জিয়া ও তার পরিবার সবচেয়ে জনপ্রিয়। এ কারণে জিয়া পরিবারের ওপর বারবার জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার। সরকার যতই ষড়যন্ত্র করুক জনগণের হৃদয় থেকে বিএনপিকে মুছে দেয়া সম্ভব নয়। সরকারের সমস্ত কুঠচালের জবাব দিতে জনগণ প্রস্তুত রয়েছে।
জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বরকত উল্লাহ বুলু বলেন, মিয়ানমারের সাথে সরকারের প্রশ্নবিদ্ধ চুক্তি রোহিঙ্গা সংকট সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যা আরো বাড়বে। শহীদ জিয়ার প্রনীত রোহিঙ্গা নীতিই একমাত্র সমাধানের পথ।
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোঃ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা এম মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন মনির, সদর যুবদলের সভাপতি ফরিদুল আলম, পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, টেকনাফ যুবদলের আহবায়ক এডভোকেট হাসান ছিদ্দিকী, উখিয়া যুবদলের সভাপতি আহসান উল্লাহ, রামু যুবদলের সভাপতি নুরুল আবছার, কক্সবাজার পৌর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ, পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক প্রমুখ।
সমাবেশে শহরতলীর বিভিন্ন এলাকা থেকে যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এতে চৌফলদন্ডি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছৈয়দুল হকের বিরুদ্ধে ৫৭ ধারায় মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।