২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড   ●  নূরসানা মোর্শেদ পিউলির ঘরে অন্যরকম আনন্দ   ●  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উখিয়ার বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের   ●  “নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”   ●  এসপি হলেন সীমান্ত উপজেলার বাহারছড়ার সন্তান মোঃ সাইফুল্লাহ   ●  “হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব উদযাপিত হয়েছে   ●  ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় ক্ষমতা হারালেন ৩ ইউপি চেয়ারম্যান   ●  উখিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে   ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯ নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে শ্রেষ্ঠতম অর্জন হলো বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর এসব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী এবং বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উত্স হয়েছিলেন বাংলার মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব। আমরা তার এই শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করছি।

পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহর কোরআন তেলাওয়াতের করেন এবং লালদিঘি জামে মসজিদের খতীব হাফেজ মৌলানা ইউনুস ফরাজি মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট ছোটন কান্তি দাস, সাগর পাল সাজু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন সিকদার, আবুল কালাম, কাশেম আবেদীন, নুরুল আবছার সিকদার, মুলতাজিন ফারুক মোল্লা, মোঃ ফোরকান, মোঃ ইলিয়াছ, তপন দে, তেমিয় বড়ুয়া,৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, মোঃ জামাল হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুপন মল্লিক, জাহেদুল ইসলাম, আবুল কালাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, শাহাআলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বদি আলম মাঝি, শামসুল আলম, রাজেনুল ইসলাম শিপু, আবদুল মজিদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, আবদু সোবহান, মোঃ শরীফ সহ একঝাঁক কোরআনে হাফেজ ।
সভার শুরুতে বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।