১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

বেগুনি এখন আলুনী!

Beguniকক্সবাজারে রমজান মাসের শেষার্ধে এসে ইফতার আইটেম বেগুনি এখন “আলুনী” হয়ে গেছে। ভোজনরসিক রোজারদারদের অন্যতম ফেভারিট আইটেম বেগুনি। প্রমাণ সাইজের বেগুন ফালি ফালি করে কেটে বেসনের খামিরে চুবানোর পর ডুবোতেলে ভেজে তৈরি করা হয় বেগুনি। এর অন্যতম উপদান বেগুনের দাম রোজার প্রথমে প্রতি কেজি ৩০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মাত্রাছাড়া এ দামে বেগুন কিনে বেগুনি তৈরি করে পোষাতে পারছেন না হোটেল-রেস্তোরা মালিকরা। তাই অনেকেই আলু ফালি করে কেটে উপরোক্ত কায়দায় বেসনে চুবিয়ে তেলে ভেজে বেগুনির ব্যানারে বিক্রি করছেন। এসব আইটেম বেগুনি না আলুনী হবে এ প্রশ্ন ভোক্তাদের। অনেকে আবার কাঁচা পেপে দিয়েও উপরোক্ত আইটেম বানাচ্ছেন। সে ক্ষেত্রে তা হচ্ছে পেপেনী! কিন্তু ভোক্তাদের যথারীতি বেগুনি বলে এসব গছানো হচ্ছে। এ অবস্থা চলছে পর্যটন শহরে নামী-দামী হোটেলসহ সব ইফতার বিপনীতে । ইফতার সামগ্রী কিনার সময় রোজাদাররা এত খুঁটি নাটি যাচাই না করায় বেগুনির পরিবর্তে আলুনী ও পেপেনী খাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।