৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২ | ৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার বৌদ্ধদের বৃহত্তম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বঙ্গভবনে তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহ্য সমুন্নত রেখে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে দল, মত এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের লোক নিজ নিজ ধর্ম এবং রীতি-নীতি স্বাধীনভাবে পালন করে আসছে।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ‘আদর্শ ঐতিহ্য সমুন্নত রেখে এবং লর্ড বুদ্ধর অমর আদর্শ ধারণ করে দেশের সার্বিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’

হামিদ বলেন, শান্তি ও সম্প্রীতির বিশ্ব নির্মাণে বুদ্ধ আজীবন সমতা ও বন্ধুত্বের বাণী প্রচার করে গেছেন। তিনি বলেন, গৌতম বুদ্ধ তাঁর বাণীতে বলেছেন, ‘অহিংসাই প্রকৃত ধর্ম’, যা আজও সমাজের জন্য প্রযোজ্য।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি সামাজিক অবক্ষয় রোধে বুদ্ধের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।’ ধর্ম জনগণের বিশ্বাস এ কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানবতার কল্যাণ।

ধর্ম-বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বৌদ্ধ ধর্মীয় নেতা উপ সংখরাজ সত্যপ্রিয় মহাথেরো, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া এবং আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চীন, শ্রীলঙ্কা, মিয়ানমার, উত্তর কোরিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পেশাজীবীরা এ সংবর্ধনায় যোগ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।