২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

ব্যক্তিগত তহবিল থেকে উখিয়ায় হামিদুল হক চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

এস.ডি রায়হানঃ করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া উখিয়া উপজেলার হতদরিদ্রদের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

রবিবার (৫ এপ্রিল) অসুস্থতার কারণে এই কার্যক্রমে তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষীগণ উপজেলার বিভিন্ন এলাকায় হত হতদরিদ্রদের এসব খাদ্য সামগ্রী পৌছে দেন।

উপেজেলার বিভিন্ন এলাকায় উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, সৌদি প্রবাসী হাজ্বি নবী সোলতান, ব্যবসায়ী মোক্তার আহমদ, যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক কায়সার, সাংবাদিক শহিদুল ইসলাম সহ প্রমূখ এই খাদ্য সামগ্রী গুলো বিতরণে অংশ নেন।

চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কোন ধরনের ফটোসেশন ছাড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে৷ এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জনান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, কোভিড-১৯ এর শুরু থেকে আমি সবার পাশে আছি৷ অসুস্থতার কারণে বর্তমান চট্টগ্রামে অবস্থানের ফলে সরাসরি উপস্থিত হতে পারছি না, তার জন্য উপজেলাবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি৷ শুরু থেকে যে সব অসহায় মানুষ আমার সাথে যোগাযোগ করেছে সবাইকে আর্থিক সহযোগীতা করেছি এবং তা অব্যাহত আছে। আজকে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রীও করা হয়েছে৷ উপজেলা নির্বাহী অফিসার ও দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে সার্বক্ষণিক আমার যোগাযোগ রয়েছে। আমি সবার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ খুব শিগ্রয় এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠবো৷

তিনি আরও বলেন, ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দাবস্থা মোকাবেলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। দেশের করোনাভাইরাস পরিস্থিতি ও এর অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। করোনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন, সুতরাং আমাদের সকলের উচিত সরকারি নিয়ম মেনে চলা। তাহলেই আমরা ঘাতক করোনাকে হারাতে পারবো৷

তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন এবং সবাই ঘরে থাকার অনুরোধ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।