২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

ব্যালট ছিনতাই চেষ্টাকারির হাত গুড়িয়ে দেয়া হবে : এসপি মাসুদ

বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফলাফল ঘোষনা পর্যন্ত অব্যাহত থাকবে উল্লেখ করে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, শংকামুক্ত ভোটগ্রহণ অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সেভাবেই দায়িত্বপালন করছে শৃংখলাবাহিনী। শান্ত পরিবেশকে অশান্ত করে ব্যালট পেপার ছিনতাই বা নির্বাচনী কাজে কেউ বাঁধা দিলে সেই কালো হাত গুঁড়িয়ে দেয়া হবে।
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের ব্রিফিং প্যারডে প্রধান অতিথির বক্তব্যে এসপি এসব কথা বলেন।
তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর যেকোন ঘটনার অপচেষ্টা হলেই ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসারসহ উর্ধ্বতন কর্তাদের নির্দেশে তাৎক্ষনিক আইনী পদক্ষেপ নিতে হবে। প্রভাবশালীর প্রভাবে নথি স্বীকার না করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। ভোটারবান্ধব ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে দৃষ্টান্ত সৃষ্টির আহবান জানান এসপি মাসুদ হোসেন।
এসপি আরো বলেন, আগেই বলেছি; কক্সবাজারের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ির ঘটনার পূণরাবৃত্তির কোন চিন্তা কেউ করলে সেটা হবে মারাত্মক ভূল। এধরনের চিন্তার আগে আইনের কঠিন পরিণতি ভোগ করতে তৈরী থাকতে হবে।
এসপি সবাইকে আশ্বস্ত করে বলেন, চকরিয়া উপজেলার মতো আসন্ন সকল উপজেলা নির্বাচনও সুষ্ঠু, পক্ষপাতহীন ভাবে করতে জেলা পুলিশ বদ্ধ পরিকর। এটি করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এসপি।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার জুলকারনাইন মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রমুখ।

একইদিন জেলা পুলিশের উদ্যোগে পেকুয়া থানার ওসি জাকির হোসে ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুরূপ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ইকবাল হোসাইন, রামু থানার ওসি আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত রামু’র ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে টেকনাফের ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন-সহকারী পুলিশ সুপার (সদর) মু. সাইফুল ইসলাম, উখিয়া থানার ওসি’র সভাপতিত্বে ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বনিক।
সকল ব্রিফিং প্যারেডে অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাচন অফিসারগণ বক্তব্য রাখেন। প্রসঙ্গত, কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, পেকুয়া ও মহেশখালীতে রোববার ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।