২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ব্রাজিলের বড় জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে অস্ট্রেলিয়া পাত্তাই পেল না, স্রেফ উড়ে গেল। মেলবোর্নে আজ সকারুদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চার দিন আগে একই মাঠেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। যেটি ছিল তিতের অধীনে টানা নয় জয়ের পর ব্রাজিলের প্রথম হার। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার জয়ে ফিরল সেলেসাওরা। দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই ম্যাচ দুটি খেলেছে ব্রাজিল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেলে শুরু ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৪৯ হাজার দর্শক। ম্যাচ শুরুর মাত্র ১০ সেকেন্ডেই এগিয়ে যায় ব্রাজিল। নিজেদের ভুলে গোল হজম করে বসে স্বাগতিক অস্ট্রেলিয়া।

কিক-অফের পর একজনের পা ঘুরে বল পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বেইলি রাইট। বল পেয়েই তিনি ভুলটা করে বসলেন। মাঝমাঠের কাছাকাছি তার ভুল পাসে বল পেলেন ব্রাজিলের ডি পাওলো।

সেখান থেকে বল ধরে এগিয়ে গিয়ে ডানদিকে তিনি আবার বল বাড়ালেন দিয়েগো সুজাকে। বল পেয়েই ব্রাজিল মিডফিল্ডার সেটি ডান পায়ের শটে জড়িয়ে দিলেন জালে। অস্ট্রেলিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন, তবে বল তার হাতে লেগে জালে ঢুকে যায়। সুজার এটাই প্রথম আন্তর্জাতিক গোল।

বাকি তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬২ মিনিটে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। ২০১৪ বিশ্বকাপের পর হারিয়েছিলেন অধিনায়কত্ব। ২০১৫ কোপা আমেরিকার পর দল থেকেই বাদ। আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে ফেরেন। ২০১৫ কোপা আমেরিকার পর আজ প্রথম আন্তর্জাতিক গোলও করলেন সিলভা।

৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়ও নিশ্চিত করেন মিডফিল্ডার টাইসন। আর যোগ করে সময়ে সুজা পূর্ণ করেন নিজের দ্বিতীয় গোল। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।