১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ভদন্ত জ্যোতিঃপ্রিয় ভিক্ষুর স্থবির অভিধা বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন সম্পন্ন


উখিয়ার অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ঐতিহ্য সম্পন্ন পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে বৃহস্পতিবার ও শুক্রবার(২৩ ও ২৪ ফেব্রুয়ারী) দুদিন ব্যপী ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষুর “স্থবির অভিধা বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন’১৭ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত দিনব্যাপী এই মহতী পূণ্যানুষ্ঠানে উপ-সংঘরাজ একুশে পদকপ্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে উপস্থিত পূণ্যার্থী ও জগতের সকল প্রাণীর মঙ্গলার্থে ধর্মীয় দেশনা প্রধান করেন মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ্ব ভদন্ত বসুমিত্র মহাথের ও অধ্যাপক ড. জিনবোধি মহাথের সহ আরো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ। ধর্ম দেশনায় ভিক্ষুগণ ‘সাধু কাকে বলে?’ প্রশ্ন তুলে বলেন- যারা সৎ কাজ করেন, যারা কুশল কাজ করেন, যারা সৎ পথে চলেন তাদেরই সাধু বলে। ভান্তের দেশনায় আরো বলেন- পূজনীয় কে পূজা করো, মাতা-পিতাকে পূজা করো, বোধিবৃক্ষকে পূজা করো।

এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি এস ধর্মপাল মহাথের, বিমলজ্যোতি মহাথের, ইন্দ্রবংশ মহাথের, শাসনপ্রিয় থের, শুভানন্দ মহাথের, জ্যোতি প্রজ্ঞা থের, জ্যোতি লংকার থের সহ প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ।

সমাজকর্মী মিলন বড়ুয়া সূত্রে জানা যায়, ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষু দীর্ঘদিন যাবৎ পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উন্নয়নমূলক কর্মকান্ড এবং ধর্মীয় শিক্ষায় উৎসাহ দিয়ে আসছেন অত্র বিহারের সকল দায়ক-দায়িকাদের। এছাড়া ভান্তে বর্তমান উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক এবং পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য প্রধান পরিচালকও।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতিঃরক্ষিত ভিক্ষু, জ্যোতিঃআর্য ভিক্ষু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।