২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভারতের দুই মন্ত্রী আসছেন ঢাকায়, পররাষ্ট্র সচিব যাচ্ছেন দিল্লি

কক্সবাজার সময় ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি দ্বি-পক্ষীয় সফরে আগামী মাসে ঢাকায় আসছেন। এদিকে, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন।  সংশ্লিষ্ট সূত্রে  এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সুষমা স্বরাজ ২২ বা ২৩ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিটি বৈঠকে অংশ নেওয়ার জন্য দুই দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যুতে ঢাকাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ভারতের আপাত অনীহা ও রোহিঙ্গা নির্যাতনকে নিন্দা না জানানোর বিষয়টি ভারতের প্রতি বাংলাদেশে জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে।’

বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী সম্প্রতি ভারতের থিংকট্যাংক ওআরএফে এক নিবন্ধে বলেছেন, ‘এই সমস্যা শেখ হাসিনার জন্য একটি পরীক্ষা। কারণ বাংলাদেশে ২০১৮ সালে নির্বাচন হবে। তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে আক্রমণ করবে।  ভারতের প্রতি তার বন্ধুত্বনীতি নিয়ে প্রশ্ন করবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আরও আগেই আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেননি।’

এবারে চতুর্থবারের মতো যৌথ কনসালটেটিভ কমিটি বৈঠক হচ্ছে এবং দ্বি-পক্ষীয় সব প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হবে। এর আগের বৈঠকটি হয়েছিল ২০১৪ সালের অক্টোবরে।

অরুণ জেটলির সফর

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনদিনের সফরে ঢাকা আসছেন ৩ অক্টোবর।

সরকারের আরেকজন কর্মকর্তা জানান, ‘দুই অর্থমন্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। আমাদের অর্থমন্ত্রী তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। দুই মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। তবে মূল ফোকাস থাকবে লাইন অব ক্রেডিট।’

প্রসঙ্গত, ভারত ২০১০ সালে বাংলাদেশকে প্রথম এক বিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট দেয়। এরপর ২০১১ সালে দুই বিলিয়ন, ২০১৬ সালে চার বিলিয়ন সাধারণ লাইন অব ক্রেডিট এবং ৫০০ মিলিয়ন সামরিক লাইন অব ক্রেডিট দিয়েছে।

পররাষ্ট্র সচিবের দিল্লি সফর

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর দিল্লি যাচ্ছেন। তিনি সেখানে একাধিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

তার সফরের বিষয়ে জানতে চাইলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ভারতে গেলে অনেকের সঙ্গে তার দেখা হবে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে আগস্টের শেষে কলম্বোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রোগ্রামে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।