২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

ভারতের উপরাষ্ট্রপতি পদে ব্যাপক ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সমর্থিত প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু।

ভেঙ্কাইয়া নাইডু পেয়েছেন ৫১৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর গোপাল কৃষ্ণ পেয়েছেন ২৪৪ ভোট।

শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

উপরাষ্ট্রপতি পদে লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ৭৮৫টি ভোট রয়েছে। এবার ভোট দিয়েছেন ৭৭১ জন সংসদ সদস্য, যার মধ্যে ১১টি ভোট বাতিল হয়েছে। উপরাষ্ট্রপতি পদে বিধানসভার সদস্যরা ভোট দিতে পারেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোট পড়েছে ৯৮ দশমিক ২১ শতাংশ, যা উপরাষ্ট্রপতি নির্বাচনে এ যাবৎকালের গৃহীত ভোটের দিক থেকে সবচেয়ে বেশি।

সকালে সাংবাদিকদের ভেঙ্কাইয়া নাইডু বলেন, ‘আমি নির্দলীয় ব্যক্তি। অধিকাংশ রাজনৈতিক দল আমাকে সমর্থন করছে। আমি ভরসা রাখছি, নির্বাচনে তারা আমাকে ভোট দেবে।’

প্রতিদ্বন্দ্বী গোপাল কৃষ্ণ বলেন, ‘এনডিএর পছন্দের প্রার্থী খুবই অভিজ্ঞ মানুষ। আমার প্রতিদ্বন্দ্বিতা তার সঙ্গে নয়, কৌশলগত পটভূমি থেকে নির্বাচন করছি। এই নির্বাচন দুই দল বা দুই ব্যক্তির মধ্যে নয়।’

ক্ষমতাসীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ আগস্ট। টানা দুই মেয়াদে এ পদে দায়িত্ব পালন করছেন তিনি। তার মেয়াদ শেষের দিন নতুন উপরাষ্ট্রপতি শপথ নেবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।