ভারতে অনুপ্রবেশের অভিযোগে দু’দিনে ৪০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ।
পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহুকুমায় বিথারি সীমান্তে এ ঘটনা ঘটে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে ইট ভাটায় কাজ করতে আসা ২১ জন নারী ও ১৯ জন পুরুষকে বিএসএফ আটক করে।
পরে তাদের সীমান্তবর্তী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল তাদের বসিরহাট মহকুমার আদালতে তোলা হলে, প্রত্যেককে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়।
আটককৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া, তালা ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। দালালের সহায়তায় তারা সীমান্ত এলাকার ইট ভাটায় কাজ করতে আসছিলো বলে জানায় পুলিশ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।