দেশের বিশিষ্ট আইনবিদ ও বিতার্কিক বাবু প্রশান্ত বি. বড়ুয়া সম্প্রতি ভারতের দিল্লি সফরে গিয়েছিলেন । লন্ডনের ইউরোপিয়ান কলেজ অব ল’ এর ডিরেক্টর অব স্টাডিজ এবং হেড অব ল’জ মূলত দিল্লি এসেছিলেন ইন্ডিয়ার ল’ কমিশন ও সিএলইএ এর আমন্ত্রণে অন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন তিনি ।
ভারতের নয়ডাতে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া সম্মেলনে তিনি বেশ কিছু সেশনের কো-চেয়ার বা বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন।
এছাড়াও বাবু প্রশান্ত বি. বড়ুয়া ৭ নভেম্বর তিনি দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আমন্ত্রণে মানবাধিকার বিষয়ে বক্তৃতায় অংশগ্রহণ করেন। এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য একজন একাডেমিক হিসেবে বাবু প্রশান্ত বি. বড়ুয়ার খ্যাতি বিশ্বব্যাপী। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করছেন তিনি। তার আগ্রহের বিষয় জুড়ে রয়েছে আন্তর্জাতিক আইন, কর্পোরেট গভার্নমেন্স ও কূটনৈতিক বিভিন্ন বিষয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।