ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশে ১৭ মাস কারাভোগ শেষে শনিবার দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে পাঁচ কিশোর।
শনিবার সকাল ১১টায় ভারত হিলি ইমিগ্রেশন ওসি মো. নাজির হোসেন বাংলাহিলি ইমিগ্রেশন ওসি মো. আফতাব ইসলামের নিকট তাদের হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত ছিলেন।
আটককৃতরা পাঞ্জাব প্রদেশে ইটভাটায় শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে ভারতে পাড়ি জমালে বিএসএফ তাদের আটক করে। এরপর সে দেশের আদালত তাদের ১৭ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আফতাব হোসেন জানান, মশিউরা (১৫), আকতার (১৫), মাসুদ রানা (১৬) বাদল রানা (১৭) ও সাগর রানা (১৭) ঠাকুরগাঁও জেলার বেদনা সীমান্ত পথে একই সঙ্গে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঘটালে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। এদের সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা বিভিন্ন গ্রামে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।