২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়ায় উত্তর হারবাংয়ে আ'লীগের উঠান বৈঠকে রেজাউল করিম

ভালোবাসা অর্জন করলেই চকরিয়া-পেকুয়া আসন শেখ হাসিনাকে উপহার দেয়া সম্ভব

চকরিয়ায় উত্তর হারবাংয়ে আওয়ামীলীগের উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন- জননেত্রী শেখ হাসিনা এবং গোঠা বাঙ্গালী জাতির অস্তিত্ব একই সূত্রে গাঁথা। এর প্রমাণ পাওয়া যায়- বর্তমান এবং অতীতে বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহুর্তে তাঁর সাহসী নেতৃত্বে। তিনি গত ২৯ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা উত্তর হারবাং-এ ওমর ইবনে খাত্তাব (রাঃ) মাদ্রাসার আঙ্গিনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন- বিদ্যমান রোহিঙ্গা সমস্যা সমাধানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব সারা বিশে^র নিকট প্রশংসিত হয়েছে। অতীতের সব সরকারের সময় কোনদিন বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০ এর উপরে ছিলনা। কিš‘ বর্তমান সরকারের সু-স্বাস্থ্য নীতি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার্জণ, মানুষের আয়-রোজগার সহ সার্বিক প্রবৃদ্ধির কারণে মানুষ এখন ৭০ বছরের উপরে গড় আয়ু ভোগ করছে।
তিনি চকরিয়ার উত্তর হারবাং এলাকায় সাংগঠনিক অব¯’া আরো জোরদার করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার সরকারের সব সুফলের বার্তা যাতে মানুষের কাছে সহজে পৌঁছানো যায়- তজ্জন্য দলীয় নেতা-কর্মীদের আরো সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন- জোর-জুলুম, মানুষের সহায়-সম্পদ কেড়ে, মামলায় জড়িয়ে নয়-জনগণের ভালোবাসা অর্জন করতে পারলেই কেবল আগামী সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার আসন জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া সম্ভব।  ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিক এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন অ-বিভক্ত চকরিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিম উদ্দিন আহামদ,হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাষ্টার বেলাল আহামদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মুরাদ আলম, মঞ্জুর আলম, সাবেক ইউপি সদস্য নজির আহামদ, হারবাং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ মাঈনুদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম বুলবুল, ১ নং ওয়াড কৃষকলীগের আব্দুলর্ হক দুলু, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ২ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৩ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আজিজ, ৪ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক মোঃ আইয়ুব, ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফি, সহ-সভাপতি আব্দুশ শুক্কুর ও ৯ নং ওযার্ড কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।