২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) -এর পোল্ট্রিফার্ম উদ্বোধন

বিশেষ প্রতিবেদক:

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) -এর উদ্যোগে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে কক্সবাজার থেকে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমার নিজস্ব তহবিল থেকে পরিচালিত জীবিকায়ন প্রকল্পের অংশ হিসেবে পোল্ট্রিফার্মের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে- এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।
এসময় তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের শুরু থেকেই সরকারের সহযোগী পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছে। স্কাসের চলমান কার্যক্রম নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং
কক্সবাজার থেকে স্থানান্তরিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করার জন্য স্কাসকে ধন্যবাদও দেন। এর আগে প্রধান অতিথি শাহ রেজওয়ান হায়াত ফিতা ও কেক কেটে পোল্ট্রিফার্মের উদ্বোধন করেন।
পরে স্কাসের পক্ষ থেকে রোহিঙ্গা মুসল্লীদের জন্য পবিত্র কোরআন শরিফ, তাজবিহ,টুপি ও জায়নামাজ বিতরণ করেন তিনি।
পোল্ট্রিফার্ম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর সহকারি পরিচালক কমান্ডার আনোয়ারুল কবির, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, লেফটেন্যান্ট আব্দুর রশিদ, ভাসানচরের ক্যাম্প ইনচার্জ জহিরুল ইসলাম, সহকারি ক্যাম্প ইনচার্জ রায়হান আলী, স্কাসের চিফ অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ রাশেদুল রহমান শেখ ও স্কাসের হেড অব ইন্সপেক্টর এস এম মামুন।

তাছাড়াও রোহিঙ্গাদের জন্য নব নির্মিত পোল্ট্রিফার্মে গত শনিবার দুপুরে সংস্থার পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের শুরু থেকেই স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা সংস্থার নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।