রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম। তারই ধারাবাহিকতায় ভিক্ষুকদেরকে স্বাবলম্বী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাঁস-মুরগী, মুরগী পালনের ঘর, ছাগল ও পান সুপারির দোকান, তরিতরকারির দোকানসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। যার ফলে ভিক্ষুকরা তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। আধুনগর ইউপি কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিজনকে ৩/৫ হাজার টাকা করে মোট ১৭ভিক্ষুকদের মাঝে নগদ আনুমানিক ৭০হাজার টাকা, হাঁস-মুরগী ও শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম।
এসময় উপস্থিত ছিলেন আধুনগর ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, ইউপি সদস্য মো: সিরাজ, ডা: হায়াত খান, মো: সোহেল, ইউপির সেক্রেটারী মিন্টু দাশ, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো: আবুল কাশেম, মো: আক্তার কামাল ও মো: শফিক।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মাহাবুব আলম বলেছেন, আধুনগর ও আমিরাবাদ ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষনা করেছি। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলো ভিক্ষুক মুক্ত করা হবে। তিনি আরো জানান, অনেক ভিক্ষুকরা তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ভিক্ষুকদেরকে শীগ্রই মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সৌর বিদ্যুৎ দেওয়া হবে। এলাকায় কোন লোক ভিক্ষুক থাকবেনা বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।