তিনি আরও বলেন, ‘যে সমস্ত অনিয়মের ঘটনা ঘটেছে, সেগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আইনের আওতায় থেকে কাজ করার জন্য এবং যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর জন্য আমরা সকল পক্ষের প্রতি আহ্বান জানাই। রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যেকোনো ধরনের সহিংসতার আমরা তীব্র নিন্দা জানাই।’
এদিকে, মঙ্গলবারের ভোট সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিজেল দ্য রিপোর্টকে বলেন, ‘হতাশ এবং মজার (ইন্টারেস্টিং)। আমি এটি নিয়ে পাঁচ নম্বর কেন্দ্র পরিদর্শন করছি। আমাদের পর্যবেক্ষণ পরে জানাব।’
এর আগে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিজেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সেন্ট জোসেফ কারিগরি বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। ওই কেন্দ্র পরিদর্শনে এসেই তিনি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চান, ‘ভোট বন্ধ কিনা?’ জবাবে প্রিসাইডিং অফিসার বলেন, ‘গোলমালের কারণে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।’
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ভোট নিয়ে বলেন, ‘সকল রাজনৈতিক দলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মঙ্গলবারের ভোটের ঘটনায় প্রতিক্রিয়া দেখানো উচিত। অনিয়মের সকল অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত হওয়া জরুরি। সকল ভোটারের গণতান্ত্রিক অধিকার হিসেবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। যারা নির্বাচনে জিতবেন তাদের স্ব-স্ব শহরের অধিবাসীদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী তাদের সেবা প্রদানের দিকে লক্ষ্য রাখা উচিত।’
রবার্ট ডব্লিউ গিবসন বলেন, ‘দুপুরে সিটি করপোরেশন নির্বাচলগুলোর মাঝ পথ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরে দাঁড়ানোর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বিএনপির এই সিদ্ধান্তের ফলে ঢাকা ও চট্টগ্রামে আজ (মঙ্গলবার) রাতে এবং আগামী কয়েক দিন সহিংসতা বা বিঘ্ন সৃষ্টিকারী কোনো ঘটনা ঘটবে না।’
জার্মানীর একজন কূটনীতিক (রাজনৈতিক) নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ব্যঙ্গ করে বলেন, ‘অবাধ এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠানের উদাহরণ বাংলাদেশ!’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।