২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

“ভ্যাট দিচ্ছে জনগন হচ্ছে দেশের উন্নয়ন”

vat-dibos-1-lg20161210173446“ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় ভ্যাট সপ্তাহ-২০১৬। ১০ ডিসেম্বর (শনিবার) এ সপ্তাহের প্রথমদিনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে  কক্সবাজার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টম এক্সাইজ কর্মকর্তা আলমগীর হুসেন এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মো. সাইফুল ইসলাম মজুমদার। এতে বক্তারা বলেছেন, বর্তমান সরকার গৃহীত বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কক্সবাজার জেলায়। দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে বাস্তবায়নাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেললাইন প্রকল্প, কক্সবাজার আর্ন্তজাতিক বিমান বন্দর, স্টেডিয়াম, মেরিন এ্যাকুরিয়াম ও সাবমেরিন স্টেশন নির্মান প্রকল্পসহ আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। দেশের সার্বিক উন্নয়নে রাজস্ব প্রদানের গুরুত্ব তুলে ধরে বক্তারা আরো বলেন, আমরা নাগরিকরা সরকারকে যদি ঠিকমত রাজস্ব না দিই। তাহলে সরকার এত অর্থ পাবে কোথায়? নিয়মিত ভ্যাট দিলে সেটা বহুগুণ উপহার হিসেবে জনগনের কাছে ফেরত আসে। তাই উন্নত স্বনির্ভর দেশ গঠনে ভ্যাট দিতে হবে সবাইকে।
জাতীয় ভ্যাট সপ্তাহ ও ভ্যাট দিবস উপলক্ষে একই দিন সকালে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। কাস্টমস অফিস ও ভ্যাট কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হওয়া উক্ত র‍্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, সহকারী কর কমিশনার মো. জাকারিয়া হোসেন ও রাজস্ব কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান প্রমুখ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগন র‍্যালীতে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।